কাজের নাম করে উত্তরবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের বাচ্চা মূলতঃ মেয়েদের দেশের বড় শহরে নিয়ে যাওয়া হয় এবং তারা আর কখনও বাড়ি ফিরে আসেনা।তাদের মধ্যে কাউকে বিক্রি করে দেওয়া হয় পতিতাপল্লিতে। 




 বাচ্চা ছেলে । বল খেলতে খেলতে ওর চোখে বালি এসে পড়েছে। কিছুতেই সেই বালি বের করা যাচ্ছে না। তাই বাড়তে থাকা অস্বস্তিতে অমন করে কাঁদছে বাচ্চাটা।